মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৭ নভেম্বর, ২০২৫, ১২:২১ পিএম | প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৫, ১২:১৫ পিএম
মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা
সংগৃহিত

কুমিল্লা সদর উপজেলায় মাদক নিয়ে বাড়িতে প্রবেশ করতে নিষেধ করায় বিল্লাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ী মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। 

নিহতরা হলেন- বসন্তপুর গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী রাহেলা বেগম (৬৫) ও তার ছোট ছেলে কামাল হোসেন (৩৫)। ঘাতক বিল্লাল নিহত রাহেলার বড় ছেলে এবং কামালের বড়ভাই।

উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বসন্তপুর গ্রামে রোববার সকালে এ ঘটনা ঘটে। 

ঘটনা সূত্রে জানা গেছে, “সোমবার সকালে বিল্লাল হোসেন তার বাড়িতে মাদক নিয়ে প্রবেশ করে। এ সময় মাহফিল শেষ করে ছোট ভাই কামাল হোসেনও বাড়িতে আসে। কামাল তার বড় ভাইকে মাদক নিয়ে বাড়িতে প্রবেশ না করতে নিষেধ করে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে বড় ভাই বিল্লাল ছোট ভাইয়ের প্রবেশ করে তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মা রাহেলা বেগম বাধা দিতে গেলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে হাসপাতালে নেয়ার পথে রাহেলা বেগমও মারা যায়।”

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানিয়েছেন, “এ ঘটনায় অভিযুক্ত বিল্লালের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযুক্ত বিল্লাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছিলেন। তার ছোট ভাই মাদক ব্যবসা বাধা দেয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

আপনার জেলার সংবাদ পড়তে