কাহারোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সুফলভোগিদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) :
| আপডেট: ১৭ নভেম্বর, ২০২৫, ০৪:০৯ পিএম | প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৫, ০৪:০৯ পিএম
কাহারোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সুফলভোগিদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

দিনাজপুরের কাহারোল উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগীদের মাঝে ছাগল ও ছাগলের জন্য ফ্লোরম্যাট উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মনোনয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৯১টি পরিবারের মাঝে ২টি করে ছাগল ও ৫টি করে ফ্লোরম্যাট প্রদান অনুষ্টানে প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছাগল ও উপকরণ বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ আবু সরফরাজ হোসেন,কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশ ও মৎস্য কর্মকর্তা মোছাঃ জোবাইদা নাজনীন। উল্লেখ্য উপজেলা প্রাণিসম্পদ অফিস জানায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগী পরিবারকে বিভিন্ন প্যাকেজের মাধ্যমে বকনা গরু, এঁড়ে গরু, ভেড়া মুরগী,হাঁস ছাগল প্রদান করা হয়েছে। এছাড়াও প্রাণিসম্পদের ইনপুট বিতরণ প্রশিক্ষণ,ঘাস চাষ, প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে আদিবাসী পরিবার সমূহে জীবন-মান উন্নয়ন করা হচ্ছে। 

আপনার জেলার সংবাদ পড়তে