কচাকাটায় ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহকের মাঝে মৃত্যু দাবির চেক হস্তান্তর

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৫, ০৪:০৯ পিএম
কচাকাটায় ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহকের মাঝে মৃত্যু দাবির চেক হস্তান্তর

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটিডে-এর গ্রাহকের মাঝে মৃত্যু দাবির চেক হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নূর ইসলাম নামের এক গ্রাহকের মৃত্যুর পর তার রূজের মাগফিরাত কমানায় গতকাল দুপুরে উপজেলার কচাকাটা ইউনিয়নের নায়কেরহাট প্রাথমিক বিদ্যালয় মাঠে এই দোয়া ও চেক বিতরণ অনুষ্ঠান হয়। এ সময় গ্রাহক নূর ইসলামের নমিনি শাহিনুর বেগমের হাতে এক লাখ টাকার চেক বিতরণ করেন অতিথিবৃন্দ। কোম্পানি কর্তৃপক্ষ জানান নুর ইসলাম মিয়া সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ১ হাজার ২১৫ টাকা করে ৩ কিস্তিতে মোট ৩ হাজার ৬৪৫ টাকা জমা করেন। এর মধ্যেই তার মৃত্যু হলে কোম্পানির পলিসি অনুযায়ী তার মৃত্যু দাবির এক লাখ টাকা পরিশোধ করেন তারা। কচাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বারীর সভাপতিত্বে এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর কচাকাটা মেট্রোর ইউনিট ম্যানেজার আব্দুস সালামের সার্বিক তত্ত্বাবধানে এতে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন মন্ডল, সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল, কোম্পানির প্রধান কার্যালয়ের এ্যাসিস্ট্যান্ড ম্যানেজিং ডিরেক্টর গোলাম কিবরিয়া, কচাকাটা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, রংপুর মেট্রোর সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার হাফিজার রহমান, ব্রাঞ্চ ম্যানেজার গোলাপ মিয়া, সিনিয়র ইউনিট ম্যানেজার মাওলানা আজাদ আলী, নাগেশ্বরী মেট্রোর ব্রাঞ্চ ম্যানেজার মাওলানা মাইদুল ইসলাম, বলদিয়া কলেজের প্রভাষক সফিকুল ইসলাম তারা প্রমুখ। 

আপনার জেলার সংবাদ পড়তে