কয়রা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৫, ০৪:৩৫ পিএম
কয়রা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা

কয়রা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কারিতাসের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শাহ আলম, উপজেলা প্রকৌশলী আবুল ফজল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শুভ্রমনিয়াম, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, মোঃ রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, মোঃ কামাল হোসেন, কয়রা সরকারি মহিলা কলেজের প্রভাষক জহুরুল হক, ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আহাদ আলী, প্যানেল চেয়ারম্যান আবু হাসান, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, কারিতাসের মাঠ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, এনজিও প্রতিনিধি মোস্তাক আহমেদ, তৈয়বুর রহমান প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে