সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন ভেটখালি এলাকায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ এস এম সাইফুল ওয়াদুদ (৫১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) ভোরে কালিগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার সাইফুল শ্যামনগরের যতীন্দ্রনগর গ্রামের মৃত আবু বক্কর সরদারের ছেলে। তিনি ২০১৭ সালে দায়ের করা একটি অস্ত্র মামলার আসামি বলে জানিয়েছেন শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির।
সেনাবাহিনী জানায়, সাইফুল সুন্দরবনে ডাকাতি ও লুটতরাজে জড়িত-এমন গোপন সংবাদের ভিত্তিতে ভেটখালির একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সাইফুল বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে আটক করা হয়।
তল্লাশিতে সেই বাড়ি থেকে একটি শটগান, ২৭ রাউন্ড গুলি, ছুরি, চাপাতি ও কুড়াল জব্দ করা হয়েছে। সোমবার সকালে সাইফুলকে থানায় হস্তান্তর করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি হুমায়ুন কবির।