আশাশুনিতে ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় সভা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৫, ০৭:০৬ পিএম
আশাশুনিতে ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় সভা

আশাশুনিতে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০.৩০ টায় আশাশুনি মডেল জামে মসজিদে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

ফিল্ড সুপার ভাইজার মোঃ আসাদুল্লাহর সভাপতিত্বে সভায় কেয়ারটেকার আসাদ আলী, রবিউল ইসলাম, মোর্তাজুল হক, আঃ খালেক আলোচনা রাখেন। মডেল কেয়ারটেকার মোঃ মহিউদ্দিনের সঞ্চালনায় সভায় কেন্দ্র শিক্ষকদের ৭ম পর্যায় হতে ৮ম পর্যায়ে পুনর্বহাল বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপজেলার সকল কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকাদের অংশ গ্রহনে সভা শেষে উপজেলা জামে মসজিদের সাবেক ইমাম মরহুম হাফেজ মাওঃ আঃ গফফারের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ আ মজিদ। 

আপনার জেলার সংবাদ পড়তে