বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৫, ১২:০২ পিএম
বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তৃণমূল বিএনপির নেতৃবৃন্দরা।

আগৈলঝাড়া প্রেসক্লাব মিলনায়তনে সোমবার (১৭ নভেম্বর) সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, এ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান। যিনি বিগত ৪০ বছর যাবৎ বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছেন। তিনি দলের দুঃসময়েও দল ছেড়ে যাননি।

বিগত ওয়ান ইলেভেন থেকে শুরু করে পতিত সরকারের সময়ে দলের প্রতিটি কর্মসূচি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে পালন করতে গিয়ে তিনি (সোবহান) একাধিকবার হামলার শিকার হয়েছেন। এছাড়াও  অসংখ্য মামলায় তিনি কারাভোগ করেছেন। তারপরেও তিনি কখনও নেতাকর্মী ও সমর্থকদের পাশ থেকে সরে যায়নি। নিজস্ব অর্থায়নে তিনি কারাভোগ করা দলের নেতাকর্মীদের জামিনে মুক্তসহ তাদের পরিবারের সদস্যদের ভরন পোষনের ব্যবস্থা করেছেন।

এ আসনের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে একাধিকবার মতবিনিময় করে তিনি (সোবহান) তাদের মনজয় করতে সক্ষম হয়েছেন। ২০০১ সালের নির্বাচন পরবর্তী সময়ের মতো আর কোনদিন হিন্দু সম্প্রদায়ের লোকজনকে রামশীল গিয়ে আশ্রয় নিতে হবেনা বলে প্রতিশ্রুতি দিয়ে তাদের (হিন্দু সম্প্রদায়) সমর্থন আদায় করেছেন। যেকারণে বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান প্রায় ৭২ হাজার ভোট পেয়েছিলেন।

মাহবুবুল ইসলাম আরও বলেন-এতো কিছুর পরেও বিগত ওয়ান ইলেভেনের সময় দলের সাথে যারা বিশ্বাস ঘাতকতা করেছে আজ তাদেরই সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম এসেছে। দলের বিরুদ্ধে বিষোদগার করে জিয়া পরিবারকে মিডিয়ার সামনে সমালোচনা করে যে বলেছিলেন আমি এমন একটি দলের এমপি ছিলাম সেই পরিচয় দিতে লজ্জা করছে। ওইসব ব্যক্তি মনোনয়ন নিয়ে আসলে তার কাছ থেকে দল ভাল কিছু আশা করতে পারেনা।

মাহবুবুল ইসলাম বলেন, বরিশাল-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনা করে দীর্ঘদিনের ত্যাগী, পরিচ্ছন্ন, ক্লিন ইমেজের নেতা ও তৃণমূল বিএনপির একমাত্র ভরসাস্থল ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে চূড়ান্ত মনোনয়নের তালিকায় নাম প্রকাশের জন্য দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের দায়িত্বশীল নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছেন বরিশাল-১ আসনের বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষ।

বিএনপির নিতীনির্ধারনি পর্যায় থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের প্রাণের দাবি পূরণ করা হবে বলেও আমরা আশা প্রকাশ করছি। ধানের শীষের কোন বিকল্প নাই, তাই আমরা ধানের শীষের পক্ষের লোকজন এই মনোনয়ন পুনর্বিবেচনার জন্য আবেদন জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. খলিল মোল্লা, বাগধা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজুর রহমান লালু, গৈলা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আবু সায়েদ সরদার, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর পাইকসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।