পূর্ব শত্রুতার জেরে নার্সারির গাছ কেটে সাবাড়

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৫, ১২:০৯ পিএম
পূর্ব শত্রুতার জেরে নার্সারির গাছ কেটে সাবাড়

দিনাজপুরের নবাবগঞ্জে প্রতিপক্ষের বিরুদ্ধে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে শতাধিক বাগানের আম গাছ ও নার্সারীর ৪শ’ লিচু গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। রোববার রাত ২ টার দিকে এই গাছ গুলো কাটা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর। এই ঘটনায় পুলিশ ফারিতে একটি অভিযোগ দারের করা হয়েছে বলে জানান তিনি। এই ঘটনায় পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে গাছের সাথে এ কেমন শত্রুতা বলে ক্ষোভ জানিয়ে অভিযুক্তর দৃষ্টাষ্টমূলক শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী। অপরদিকে অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ ফারির কতৃপক্ষ।

ভুক্তভোগি বাগান মালিক হাসানুর আলম বলেন, উপজেলার আফতাবগন্জ এলাকার ইসলামপুর গ্রামে অন্যের জমিতে লিজ নিয়ে গড়ে তুলেছেন একটি নার্সারি । এখানে প্রায় কয়েক হাজারের চারা রয়েছে। আর এই চারা বিক্রি করেই চলে হাসিনুর আলমের সংসার। তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিয়ে পারভেজ,হাসানুর ও মনোয়ারের  সাথে বিরোধ চলছিল। এনিয়ে এলাকায় একাধিক বার শালিশ বৈঠক হলেও শালিশের রায় অমান্য করে তারা হাসানুরের উপর নির্যাতন করে। এসব ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে। ভুক্তভোগী হাসিনুর আরও বলেন,  দীর্ঘদিন ধরে একই গ্রামের পারভেজের সাথে জামিজমা সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন থাকায় পারভেজ ও তার ভাই ভাতিজা বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। শনিবার রাত ২ টার দিকে বিবাদী পারভেজ ১৫/২০ জনের ভাড়াটিয়া লোকজন নিয়ে বাগানের গাছ কাটতে শুরু করেন। বিষয়টি টের পেয়ে বাড়ি থেকে বাহিরে আসেন। এসময় বাড়ির বাহিরে থাকা কয়েকজন মুখোশধারী ধারালো অস্ত্র দিয়ে তাঁকে জিম্মি করেন। গাছ কাটা শেষ হলে তারা চলে যান। এতে আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমার এই নার্সারি দিয়ে জীবন চলে। এতো বড় ক্ষতি আমি সাধন করবো কিভাবে। তিনি এর দৃষ্টান্ত শাস্তির দাবী জানান।

কয়েকজন এলাকাবাসী বলেন, গাছের সাথে এ কেমন শত্রুতা। মোটেও এমন কাছ করা ঠিক হয়নি। যারা এমন কাজ করেছেন তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন তারা। তারা আরও বলেন, অসহায় মানুষটির এতো বড় ক্ষতি করা ঠিক হয়নি। শত্রুতা আছে তাই বলে রাতে আধারে গাছ কেটে ফেলবে?

অভিযুক্ত পারভেজ বিষয়টি অস্বিকার করে বলেন, হাসিনুল বাগানের গাছ নিজে কেটে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন। তিনি আরও বলেন, তার সাথে জমাজমি নিয়ে কয়েকদিন থেকে আমার ঝামেলা চলছে। আমার পরিষদে কয়েকবার বিচার হয়েছে তাতে তারা মানেনা তাই আদালতে বিচার চলছে। এই কাজ জেনেশুনে পারভেজ করেছেন তার বিচার হওয়া দরকার। 

আফতাবগন্জ পুলিশ ফাড়িঁর ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন,এ বিষয়ে নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ ফারিতে উভয় পক্ষের অভিযোগ দায়ের হয়েছে। তবে  হাসিনুর ও পারভেজের মধ্যে দীর্ঘ দিন থেকে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে