কয়রায় সুন্দরবন কোয়ালিশনের চলমান প্রকল্পের এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অডিএফ, এমএসএস ও বিপিএমজেএসের সহযোগিতায় এই অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। এমএসএসের নির্বাহী পরিচালক মুর্শিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। প্রকল্পের খুলনা বিভাগের কো-অর্ডিনেটর মোঃ শাহীন ইসলামের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, সহকারি যুব উন্নয়ন অফিসার গোবিন্দ কুমার দে, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, মোঃ রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, মোঃ কামাল হোসেন, গোলাম রব্বানী, ফরহাদ হোসেন, প্যানেল চেয়ারম্যান বিভুতি ভুষন রায়, অডিএফের নির্বাহী পরিচালক কোমলেশ মন্ডল, পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার, প্রকল্পের হিসাব রক্ষক রাজীবুল ইসলাম, কয়রার ফিল্ড অফিসার আনারুল ডাবলু, ইউপি সদস্য রেজাউল করিম কারিম, ফেরদাউছুর রহমান, এনজিও প্রতিনিধি মোস্তাক আহমেদ, আতাউর রহমান, মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি সহ প্রকল্পের সুফলভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।