ট্রাভেল এজেন্সি নিবন্ধন আইন সংশোধনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৫, ০২:২৯ পিএম
ট্রাভেল এজেন্সি নিবন্ধন আইন সংশোধনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া আইনের কিছু ধারা সংশোধনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর অলোকার মোড়ে বৃহত্তর রাজশাহী অঞ্চলের ট্রাভেল এজেন্সিগুলোর মালিকরা আয়োজিত কর্মসূচিতে এ দাবি জানান। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে প্রায় শতাধিক এজেন্সি মালিক অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, নতুন খসড়া আইনে ১০ লাখ টাকা জামানতের প্রস্তাব এবং বিটুবি (এক এজেন্সি থেকে আরেক এজেন্সির টিকিট বিক্রি) ব্যবসা নিষিদ্ধের বিধান সারাদেশের ছোট ও মাঝারি ট্রাভেল এজেন্সিকে সংকটে ফেলবে। এতে নতুন উদ্যোক্তা তৈরির সম্ভাবনাও কমে যাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন— গ্রেটার রাজশাহী অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিস (রাটা) সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ এবং সিনিয়র সহ-সভাপতি মোসা. সুলতানা পারভীনসহ রাটার অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা খসড়া আইনের বিতর্কিত ধারা সংশোধনের দাবি জানান মানববন্ধনে।
আপনার জেলার সংবাদ পড়তে