বাজিতপুরে

সরকারি কর্মকর্তা কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৫, ০২:৩২ পিএম
সরকারি কর্মকর্তা কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ

কিশোরগঞ্জের বাজিতপুর হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে বিদ্যালয়ের ল্যাব্রেটরীতে ২৫ জন সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সমাজাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সাইবার কাইম নিরাপত্তা বিষয়ক কর্মশালা উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহাগ। এ সময় প্রশিক্ষক সহকারী প্রোগ্রামার মোঃ রফিকুল ইসলাম বলেন, সাইবার ক্রাইম যেমন অপরাধ দমন করে। তেমনিভাবে কখনও কখনও অপরাধ বাড়িয়ে তুলে। তাই তাদের উদ্দেশ্যে আরও বলেন, ইন্টারনেটের মাধ্যমে সামাজিক  যোগাযোগ অত্যন্ত ভূমিকা বলে উল্লেখ করেন। এ সময় উপস্থিত ছিলেন, বাজিতপুর উ পজেলা শিক্ষা অফিসার মোঃ শাখাওয়াত হোসেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামানসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দ। 

আপনার জেলার সংবাদ পড়তে