রাষ্ট্র মেরামতের ৩১দফা বাস্তবায়নের দাবী

লোহাগড়ায় বিএনপির উদ্যোগে গণজমায়েত ও আলোচনা

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৫, ০৬:১১ এএম
লোহাগড়ায় বিএনপির উদ্যোগে গণজমায়েত ও আলোচনা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবীতে গণজমায়েত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২ জানুয়ারী) বিকাল ৪ টায় লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম পারভেজের সভাপতিত্বে ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে 

বক্তব্য রাখেন  সফল  যুবনেতা ও লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি  মোঃ আহাদুজ্জামান বাটু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম। এছাড়াও  বক্তব্য রাখেন  মোঃ টিপু সুলতান, সালেহা বেগম, মোঃ শাহ আলম সিকদার,মোঃ ওহিদুজ্জামান,  মোঃ নায়েব আলী, মিরাজুল ইসলাম ফকির,   মো: সাহিদুজ্জামান, তাইবুল হাসান, গিয়াস উদ্দিন জুয়েল, শরিফুল ইসলাম লায়ন, সাজ্জাদ শিকদারসহ প্রমূখ। 

আপনার জেলার সংবাদ পড়তে