কপিলমুনি হস্তশিল্পের উপকরণ বিতরণ

এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) : | প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৫, ০৪:১০ পিএম
কপিলমুনি হস্তশিল্পের উপকরণ বিতরণ

খুলনার পাইকগাছায় কপিলমুনি যুব উন্নয়ন অধিদপ্তরের অর্থায়নে সমাজ উন্নয়ন মূলক যুব সংগঠন" এনবিডিজেএস" এর আয়োজনে "হস্তশিল্পের উপকরণ বিতরণ-২০২৫" বাস্তবায়ন হয়। সোমবার বিকালে যুব সংগঠন "এনবিডিজেএস" আয়োজনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের কপিলমুনি কার্যালয়ে বিতরন উপলক্ষ্যে "সমাজ উন্নয়নে বৈষম্য নয়, যুব সংগঠনের হোক জয়" এই শ্লোগানকে সামনে রেখে দলিত কমিউনিটির উন্নয়নের উপর বিষদ আলোচনা করা হয়। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দলোন এর প্রধান পৃষ্টপোষক, দলিত এবং অনগ্রসর জনগোষ্ঠীর কল্যাণকামী বাংলাদেশের জাতীয় পর্যায়ের উন্নয়ন সংগঠন "নাগরিক উদ্যোগ" এর সার্বিক পরামর্শে, বাংলাদেশ সরকারের "যুব উন্নয়ন অধিদপ্তর"এর অর্থায়নে, উপজেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তর এর সহযোগীতায়, "এনবিডিজেএস" এর বাস্তবায়নে সংগঠনের নির্বাহী পরিচালক মুক্তি সরদার এবং উপদেষ্টা পরিষদ এর সদস্য মধু বিশ্বাস এর নেতৃত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন: সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা, জাহাঙ্গীর মোড়ল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন: সমাজ সেবক জনাব অজয় সাধু। এনবিডিজেএস এর নির্বাহী কমিটির সদস্য বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল শ্রেনী পেশার নারী ও পুরুষ। এলাকাবাসীর শতস্ফুর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত হয়। হস্তশিল্পের উপকরন বিতরনকে উদ্দেশ্য করে  এটা উন্নযনের জন্য অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনার এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছে এলাকায়। হস্তশিল্পের উপকরন বিতরন করেন, এনবিডিজেএস নির্বাহী পরিচালক, মুক্তি সরদার সহ উপস্থিত অতিথিবৃন্দ। উপস্থিত বক্তাদের বক্তব্য প্রদান করার মাধ্যমে আগামী প্রজন্মের অন্তরে এই ধরনের উন্নয়ন কার্যক্রমকে গুরুত্ববোধ জাগিয়ে তোলার প্রচেষ্টা অব্যহত রাখেন। সকলের প্রতি এই ধরনের উন্নয়ন গতিকে গতিশীল করার জন্য নতুন প্রজন্মকে আরো উৎসাহিত করার আহবান জানান। এনবিডিজেএস কে সকলে তরুনদের এই যুব সংগঠনকে এলাকার মডেল সংগঠন হিসাবে দেখার প্রত্যশা ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে