কিশোগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের আজ মঙ্গলবার চর দখলকে কেন্দ্র করে ছাতিরচর ইউনিয়নের একজন প্রভাবশালী বিএনপি নেতার নির্দেশে মসজিদের নাম দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ বাধে। এ সংঘর্ষ ২-৩ ঘন্টা ব্যাপী চলে বলে এলাকায় অভিযোগ রয়েছে। এতে কমপক্ষে ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিকেলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা যায়, গত কয়েক বছর আগে একই কায়দায় বেতিয়ারচর গ্রামবাসীর ছাতিরচরে তাদের জমি জোরর্প্বূকভাবে দখল করার চেষ্টা করে। তখন তৎকালীন সরকারের স্থানীয় লোকজনের চেষ্টায় বেতিয়ারচর গ্রামের লোকজনের জমি ফিরিয়ে দেয়। আজ মঙ্গলবার সকাল থেকে চরকে কেন্দ্র করে ছাতিরচর ও বেতিয়ারচর গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। তখন গুরই ইউনিয়নের ছাতিরচর নদী-ঘাটটি যাত্রীদের আসা যাওয়া বন্ধ করে দেয়। ফলে ছাতিরচর গ্রামবাসীরা অবরুদ্ধ হয়ে পড়ে। নিকলী থানার ওসি বিকেলে ঘটনাস্থলে গেলে তার সহায়তায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে আগামী বুধবার উপজেলা প্রশাসনের মাধ্যমে ওই চরে যাদের জমির কাগজ সঠিক হলে চরের জমি তারাই পাবে বলে সূত্র মতে জানা গেছে। অন্যদিকে এই ঘটনায় ছাতিরচর গ্রামের প্রতিবন্ধি মোখলেছুর রহমান (৩২), ইউসুফ মিয়া (৪০), নাহিদ মিয়া (২০) সহ ৮ জন আহত হয়েছে।