রাজশাহীতে ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকার গ্রেপ্তার

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৫, ০৫:২৫ পিএম
রাজশাহীতে ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকার গ্রেপ্তার
রাজশাহীতে ফেসবুক, মেসেঞ্জার, ইমো ও হোয়াটসঅ্যাপের এক হ্যাকারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম নাজমুস সাকিব। বুধবার (১৯ নভেম্বর) র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। র‌্যাব জানায় মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরের রাজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর রাজশাহী সদর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। র‌্যাব জানায়, নাজমুস সাকিব একটি সাইবার অপরাধ চক্রের সদস্য। চক্রের সদস্যরা ফেসবুক, মেসেঞ্জার, ইমো ও হোয়াটসঅ্যাপ আইডিতে বেআইনিভাবে প্রবেশ করে পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে। এরপর আইডিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণা মূলকভাবে অর্থ আদায় করে। সাইবার অপরাধের মাধ্যমে প্রতারণা চক্রের তদন্তে প্রাপ্ত আসামি হওয়ায় নাজমুস সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রাজধানীর পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের সাকিব অন্য পলাতক আসামিদের যোগসাজসে এ অপরাধে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন।
আপনার জেলার সংবাদ পড়তে