নিকলীতে ভেকু দিয়ে মাটি কাটছে মাটি খেকুরা, জনগণ স্বাস্থ্য ঝুঁকিতে

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৫, ০৬:০৭ পিএম
নিকলীতে ভেকু দিয়ে মাটি কাটছে মাটি খেকুরা, জনগণ স্বাস্থ্য ঝুঁকিতে

কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদর ইউনিয়নের কুর্শা এলাকায় দুটি ইট ভাটায় আগুনের বায়ু দূষণে কয়েকটি গ্রামের শিশু ও বৃদ্ধরা স্বাস্থ্য ঝুঁকিতে আছে বলে অভিযোগ উঠেছে। এদের মধ্যে কুর্শা একটি ইট ভাটায় গত এক বছর আগে নিকলী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে ওই ইট ভাটাকে ভেঙ্গে ফেলা হলেও কয়েকদিন পর সরকারি উর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে পূর্ণরায় ইট খলা স্থাপন করেছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। গত কয়েক মাস আগে জারইতলা ইউনিয়নের একটি ইট খলা কে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভেঙ্গে দেয়। কিন্তু নিকলী সদরের দুটি ইট খলা ঠিকই উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে খলা চালাচ্ছে। এদিকে এই দুটি ইট খলার মাটি কৃষকের কৃষি জমির টপসয়েল মাটি নষ্ট করে ভেকু দিয়ে মাটি কেটে সাবাড় করে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এসব ইট খলার মাটি রাত ১১ টা থেকে সকাল ৮টা পর্যন্ত মাটি আনা হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। এলাকাবাসীরা বলেন, ইট খলার মাটি ট্রাক দিয়ে আনায়ন করার ফলে সদর ইউনিয়নের রাস্তা ঘাট ভেঙ্গে চৌচিড় হয়ে যাচ্ছে। কয়েক বছর ধরে এসব ইট খলার মাটি ট্রাক দিয়ে আনায়ন করায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। অন্য দিকে এ গর্তের কারণে সিএনজি, অটো বাইক, মটর সাইকেল ও বাস দূর্ঘটনায় গত কয়েক বছরে ৪/৫ জন লোক মারা গিয়েছেন। আহত হয়েছেন অন্তত অর্ধশত। আজ বুধবার সকাল ১১ টায় নিকলী উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্ত কে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। তবে ১/২ দিনের মধ্যে ব্যবস্থা নিবেন বলে উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে