লালপুরে মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণারোধে সচেতনতামূলক সভা

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) :
| আপডেট: ১৯ নভেম্বর, ২০২৫, ০৬:২২ পিএম | প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৫, ০৬:২২ পিএম
লালপুরে মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণারোধে সচেতনতামূলক সভা

নাটোরের লালপুরে মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণা প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় লালপুর  উপজেলার মোহরকয়া ডিগ্রী পাস ও অনার্স কলেজে এই সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।

অত্র কলেজের অধ্যক্ষ ড: মো. ইসমত হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়, নাটোর ডিবি পুলিশের ওসি হাবিবুল্লাহ্, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম , মোহরকয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী প্রমূখ। 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অনলাই নিরাপত্তা, প্রতারণার ধরণ, ব্যক্তিগত তথ্য রক্ষার উপায় সহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণা চক্রের সদস্যদের গ্রেফতার করতে সকলের সহযোগিতা কামনা করেন। 

সভায় অত্র কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।