গরীবের চিকিৎসক খ্যাত ডাক্তার তোতা আর নেই

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৫, ০৬:৩৫ পিএম
গরীবের চিকিৎসক খ্যাত ডাক্তার তোতা আর নেই

দীর্ঘ পাঁচ যুগেরও অধিক সময় ময়মনসিংহের ত্রিশালে উপজেলার প্রত্যন্ত অঞ্চল সহ আশপাশের উপজেলার হাজার হাজার রোগীকে চিকিৎসা বিনা ভিজিটে চিকিৎসাসেবা প্রদান করা গরীবের ডাক্তার খ্যাত আলহাজ্ব আব্দুল ওয়াহাব তোতা ওরফে তোতা ডাক্তার আর নেই।

বুধবার (১৯ নভেম্বর) বার্ধ্যক্য জনিত কারনে নিজবাড়ী উপজেলার রামপুর ইউনিয়নের বীররামপুর বটতলা গ্রামে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (১০৫)।

ডাক্তার আব্দুল ওয়াহাব তোতা দীর্ঘ পাঁচ যুগেরও অধিক সময় ধরে ত্রিশাল উপজেলার প্রত্যন্ত অঞ্চল সহ আশপাশের উপজেলার হাজার হাজার রোগীকে চিকিৎসা সেবা দিয়েছেন। তাঁর জীবদ্দশায় কোনদিন চিকিৎসা সেবা দিয়ে কারো কাছ থেকে কোন প্রকারের ভিজিট গ্রহণ করেন নাই।

তাই তিনি চিকিৎসা সেবায় এ বিশেষ অবদানের জন্য ত্রিশাল উপজেলা সহ আশপাশের উপজেলায় তিনি গরিবের ডাক্তার হিসেবে খ্যাতি অর্জন করেন।

জেলা সিভিল সার্জন কর্তৃক অনুমোদিত ময়মনসিংহ জেলায় প্রথম যে ফার্মেসি অনুমোদিত হয়েছিল তা ছিল ডাক্তার আব্দুল ওয়াহাব তোতা মিয়ার। তার ব্যবসা প্রতিষ্ঠান ত্রিশাল বাজারের মেইন রোডে দি নিউ ফার্মেসী হিসেবে পরিচিত। যাহার ড্রাগ লাইসেন্স নং ০১।

গরীবের ডাক্তার খ্যাত আব্দুল ওয়াহাব তোতা বিনা ভিজিটে আজীবন চিকিৎসা সেবা প্রদানে দৈনিক আমাদের সময়’র প্রতিষ্ঠাবার্ষিকীতে ২০২২ সালে পেয়েছেন আমাদের সময় সম্মাননা।

মরহুমের জানাযার নামাজ বাদ আছর বীররামপুর উজানপাড়া বটতলা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ছয় ছেলে চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

আপনার জেলার সংবাদ পড়তে