বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা এলাকায় জ্বরে আক্রান্ত হয়ে শাওন শেখ (১০) নামের ডঞ্চম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। শাওন শেখ মানসা গ্রামের শামিম শেখের ছেলে। সে বাহিরদিয়া-মানসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
পরিবার ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যার দিকে শাওন শেখের শরীরে জ্বর অনুভুত হয়। বিষয়টি পরিবারকে জানানোর পর রাত ৯টার দিকে মানসা বাজার দেখে জ্বরের ওষুধ এনে তাকে খাওয়ানো হয়। রাতে সে কয়েকবার বমি করে। এদিন রাত ১টার দিকে সে মারা যায়। মৃতের পরিবার জানান, শাওন শেখ জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। তার মৃত্যুতে শিক্ষক, সহপাঠীসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তবে এলাকায় তার মৃত্যুকে ঘিরে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন খেলার ছলে তারই এক সহপাঠী তাকে কামড় দেয়। সে কারনে তার মৃত্যু হতে পারে। তবে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে এক সহপাঠী তাকে কামড় দিয়েছিল তবে সেখানে কোন ক্ষত হয়নি। তার মৃত্যু জ্বরের কারনে হয়েছে।