দিনাজপুরে কাহারোল উপজেলার মাঠ জুড়ে পেঁয়াজের চারা রোপনের মহা উৎসব চলছে। তীব্র শীত আর ঘন কুয়াশা অপেক্ষা করে কাক ডাকা ভোর সন্ধ্যা পর্যন্ত কৃষকদের প্রস্তুত করা জমিতে পেঁয়াজের চারা রোপন করেছেন শ্রমিকরা। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি মৌসুমে উপজেলায় ১৭৫ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। গতকাল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে পেঁয়াজ চাষিরা তাদের পরিবারে সদস্যদের নিয়ে পেঁয়াজের চারা তুলছেন কেউবা আটি বাধছেন সব মিলিয়ে কাহারোল উপজেলায় বিস্তীর্ণ মাঠ জুড়ে পেঁয়াজ আবাদের মহাকর্মযজ্ঞ চলতে দেখা গেছে। উপজেলার জগন্নাথপুর গ্রামের পেঁয়াজের চারা বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, তিনি এবার বারো শতক জমিতে বীজ তলায় পেঁয়াজের চার কেজি বপন করেছি। গতকাল শনিবার কাহারোল হাটে পেয়াজের চাঁরা বিক্রি করতে এসেছেন এযাবৎ ৮৫ হাজার টাকা চাঁরা বিক্রি করেছেন। তার খরচ হয়েছে ২৫ হাজার টাকা। ওপর চাষী হামিদ জানান, আমি এবার দুই বিঘা মাটিতে পেঁয়াজ আবাদ করছি। আবহাওয়া ভালো থাকলে আশা করি পেয়াজ ভালো হবে। তবে এবার শ্রমিক, সার, ওষুধ, বীজের দাম বেশি তাই খরচ বেরে গেছে দ্বিগুন। চাষি সিরাজুল ইসলাম বলেন ১বিঘা জমিতে ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা খরচ হয়ে যাবে। পেঁয়াজের দাম ভালো না পেলে লোকসানের আশঙ্কাও আছে বলে জানান তিনি। কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী শেহান বীশ বলেন, পেঁয়াজের উৎপাদন ভালো জাতে হয় সে জন্য কৃষি বিভাগ কৃষকদের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছেন। তিনি আরো জানান, লক্ষ্য মাত্রার চেয়েও এবার বেশি জমিতে পেঁয়াজ আবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। পেঁয়াজ উৎপাদন বাড়ানোর লক্ষে মাঠ পর্যায়ে আমাদের অফিসের কর্মকর্তারা সার্বক্ষনিক কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।