সিংড়ায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫, ০২:৪৩ পিএম
সিংড়ায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের জিয়া ছাত্র পরিষদের সাবেক আহবায়ক ও নাটোর-৩ সিংড়া আসনে মনোনয়ন প্রত্যাশি এনায়েত করিম রাঙা। বৃহস্পতিবার দুপুরে সিংড়া পৌর শহরের কাঁচা বাজার ও থানা মোড় এলাকায় নেতাকর্মী নিয়ে তিনি এই ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট প্রার্থনা করেন। 

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক রায়হান কবির, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহীন আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুমন আলী, কৃষকদলের যুগ্ম আহবায়ক কাওছার হাসান, ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুবাইদ ইসলাম সুজন, সাবেক ছাত্রদল নেতা নাসিম সরদার প্রমূখ।

 ধানের শীষে মনোনয়ন প্রত্যাশি এনায়েত করিম রাঙা বলেন, দেশের সংকট সময়ে একমাত্র বিএনপিই হাল ধরেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯ দফা নিয়ে শুরু করেছিলেন আর বেগম খালেদা জিয়া সেই ১৯ দফাকে ধারণ করেই দেশকে পূর্ণ গঠিত করেছেন। আবার দেশের সংকট মুহুর্তে তার ছেলে তারেক রহমান ৩১ দফা নিয়ে জনগণের সামনে হাজির হয়েছেন। যদি আগামীতে বিএনপি সরকার গঠন করে তবে ৩১ দফার আলোকে দেশ পরিচালিত হবে। একমাত্র একটি সুসংহিত কমিটি ও ঐক্যবদ্ধ বিএনপি পারবে এই আসন উদ্ধার করে তারেক জিয়াকে উপহার দিতে।

আপনার জেলার সংবাদ পড়তে