চাটমোহরে সনাতন ধর্মসভা ও মহানামযজ্ঞানুষ্ঠান

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫, ০৪:০২ পিএম
চাটমোহরে সনাতন ধর্মসভা ও মহানামযজ্ঞানুষ্ঠান

পাবনার চাটমোহর পৌর সদরের কেন্দ্রীয় শ্রী শ্রী হরিসভা মন্দিরে অনুষ্ঠিত ৪০ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও লীলাকীর্তন উপলক্ষে অনুষি।ঠত হয়েছে সনাতন ধর্মসভা। মঙ্গলবার থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে। সূচনা দিনে অনুষ্ঠিত হবে সনাতন ধর্মসভা,মঙ্গলঘট স্থাপন ও অধিবাস কীর্তন। ধর্মসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মহানাম সম্প্রদায় ও মহাপ্রকাশ মঠ’র সভাপতি শ্রীমৎ কান্তিবন্ধু ব্রম্মচারী মহারাজ। চাটমোহর হরিসভা মন্দিরের সভাপতি জয়দেব কুন্ডু গণোর সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্যের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন,সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম,পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কষিবিদ হাসান জাফির তুহিন,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারি অধ্যাপক অশোক চক্রবর্তী। অনুষ্ঠানে অধিবাস কীর্তন পরিবেশন করে পূর্ণিমা উদযাপন সম্প্রদায়। বুধবার থেকে শুরু হয়েছে মহানাম যজ্ঞানুষ্ঠান। ২২ ও ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন।

আপনার জেলার সংবাদ পড়তে