পাবনার চাটমোহরে সেবাদানকারী প্রতিষ্ঠান ও সেবাগ্রহণকারী কমিউনিটির সাথে সম্পর্ক উন্নয়ন এবং সেবার মান উন্নয়ন ও সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণ বিষয়ক কমিউনিটি স্কোরকার্ড মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের সহযোগিতায় বেসরকারি সংগঠণ মানব মুক্তি সংস্থা (এমএমএস) এই সভার আয়োজন করে। হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের প্রশাসনক ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে ও মোঃ আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা ও চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,এমএসএসের প্রজেক্ট ফোকাল মোঃ মোশারফ হোসেন,রেনুকা মাহাতো প্রমুখ।
মানব মুক্তি সংস্থা চাটমোহর উপজেলার তিনটি ইউনিয়নের আদিবাসীদের জীবনমান উন্নয়ন ও আয়বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।