ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) : | প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫, ০৪:০৭ পিএম
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

ময়মনসিংহে ট্রাক চাপায় এক মোটর সাইকেল আরোহী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের সাহেব কাচারী এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহতের নাম  রিপন মিয়া। সে জেলার  ঈশরগঞ্জ উপজেলার মগটুলা গ্রামের তাহের উদ্দিনের ছেলে।

পুলিশ ‍ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের সাহেব কাচারী এলাকায় দাড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে দ্রুতগামীর মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রিপন মারা যান। সে ময়মনসিংহ থেকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান ঈশ্বরগঞ্জের চরপাড়ায় যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা লেগে তিনি মারা যান। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে