ঝিনাইদহের কালীগঞ্জে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক প্রাণবন্ত মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা ও পৌর মহিলা দলের নেত্রী কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ছিল উৎসবমুখর।
ঝিনাইদহ জেলা মহিলা দলের সদস্য মোছা ইসমোতারা পারভিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়য়ক, সাবেক ছাত্রনেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদ।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নজরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য আনোয়ারুল ইসলাম রবি, মাহাবুবুর রহমান মিলন, আব্দুল আলিম, বাবুল আক্তার, সোহরাব হোসেন রাজু, আমিন গাজি ও আশরাফুজ্জামান লাল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাবুল আক্তার। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশ নায়ক তারেক রহমানের ২১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়।
সমাবেশে বক্তারা তারুণ্য ও নারীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভূমিকা রাখার আহ্বান জানান। সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও উদ্দীপনা স্পষ্টভাবে প্রতিফলিত হয়।