ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সফল পৌর মেয়র ও ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি মরহুম মাহবুবার রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহরের হাসপাতাল সড়কে অবস্থিত বিএনপির কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপি নেতা মোজ্জাম্মেল হোসেন।
প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদ।স্মরণসভা পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন।
বিশেষ অতিথি ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সদস্য গোলাম রব্বানী, আবু জাফর, অধ্যাপক আব্দুল মাজেদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান লাল, বিএনপি নেতা আফতাব হোসেন, বিএনপি নেতা আব্দুর রহিম মালিতা সিনটু, বাবুল আক্তার, আব্দুল কুদ্দুস, কালীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন, পৌর কৃষক দলের আহ্বায়ক ফোরকান আলী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু তাহেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল ও স্মরণসভায় বক্তারা মরহুম আলহাজ্ব মাহাবুবার রহমানের দীর্ঘ রাজনৈতিক, সামাজিক ও মানবিক কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।