মনোনয়ন পরিবর্তনের দাবীতে ভেড়ামারায় বিএনপির মশাল মিছিল

এফএনএস (শাহ্ জামাল; ভেড়ামারা, কুষ্টিয়া) : | প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫, ০৪:৩৮ পিএম
মনোনয়ন পরিবর্তনের দাবীতে ভেড়ামারায় বিএনপির মশাল মিছিল

কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের বিএনপি ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবীতে ভেড়ামারা বিএনপি বিশাল মশাল মিছিল করেছে। বুধবার রাতে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের লালন শাহ্ ব্রীজ থেকে ১২ মাইল খেজুর তলা পর্যন্ত মহাসড়কে তার  মশাল হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় উত্তরাঞ্চলের সাথে দক্ষিনাঞ্চলে চলাচলকারী শত শত গাড়ি আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

বিক্ষোভ এবং মশাল মিছিল শেষে ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম বলেন, অধ্যাপক শহীদুল ইসলামের হাত ধরেই কুষ্টিয়াঞ্চলে বিএনপি শক্তিশালী হয়েছে। তিনি কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি এবং কুষ্টিয়া-২ থেকে পরপর ৩বার সংসদ সদস্য। উপজেলা পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হন। মিরপুর ভেড়ামারার ৯০ ভাগ নেতকর্মী তার উপরই আস্থাশীল। আওয়ামীলীগের ১৬ বছরের শাসনামল সহ প্রায় ৪০ বছর বিএনপি তথা ধানের শীর্ষের একমাত্র কান্ডারী তিনি। তাকে মনোনয়ন না দিয়ে তার প্রতি অবিচার করা হয়েছে। নেতাকর্মীদের দ্বিধা বিভক্তি করা হয়েছে। ঘোষিত মনোনয়ন বাতিল করে অধ্যাপক শহীদুল ইসলাম কে মনোনয়ন দেওয়া হলে তবেই হারানো এই আসন টি বিএনপি পূর্নরোদ্ধার করতে পারবে।

বিশাল মশাল মিছিলে ভেড়ামারা পৌরসভা, বাহিরচর, মোকারিমপুর, বাহাদুরপুর, জুনিয়াদহ, ধরমপুর, চাঁদগ্রাম ইউনিয়নের কয়েক হাজার বিএনপি সমর্থিত নেতাকর্মী অংশ নেন। মশাল মিছিলে ভেড়ামারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক জানবার হোসেন চেয়ারম্যান, যুগ্ন আহবায়ক অধ্যক্ষ আসলাম উদ্দীন, শফিকুল ইসলাম বিশু, পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু দাউদ, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা যুবদলের আহবায়ক শামীম রেজা শামীম, সাইফুল ইসলাম রোকন, বাহিরচর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, ধরমপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিটু সহ বিএনপির শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে