মহেশপুরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

এফএনএস (মহেশপুর, ঝিনাইদহ) :
| আপডেট: ২০ নভেম্বর, ২০২৫, ০৪:৩৯ পিএম | প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫, ০৪:৩৯ পিএম
মহেশপুরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, মহেশপুর কৃষি অফিসারের কার্যালয় প্রাঙ্গণে, ২০২৫-২০২৬ অর্থবছরের রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো উফশী ও বোরো (হাইব্রিড) ধানের উৎপাদন লক্ষ্যে  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপজেলার ১৮০০ শত জন কৃষককে, প্রতি কৃষককে উফশী জাতের ৫ কেজি বীজ, ১০ কেজির ডি এ পি, ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এছাড়া ১৩০ জন কৃষককে হাইব্রিড জাতের প্রতি জনের হাতে ২ কেজি করে বীজ বিতরণ করা হয়। মহেশপুর বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা:মোহাঃ নুর আলম, প্রেসক্লাব মহেশপুর সভাপতি সরোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার ইমাম হোসেন জ্যোতি প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে