ঝিনাইদহ-৩ আসনে বিএনপি মোননিত প্রার্থী রনির সমাবেশ

এফএনএস (মহেশপুর, ঝিনাইদহ) : | প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫, ০৪:৩৯ পিএম
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি মোননিত প্রার্থী রনির সমাবেশ

ঝিনাইদহের কোটচাঁদপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কোটচাঁদপুর উপজেলা মডেল প্রাইমারি স্কুলে মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এমএ মজিদ। সমাবেশে প্রধান আলোচক হিসাবে বক্তৃতা করেন, ঝিনাইদহ-৩ আসনের বিএনপি মনোনিত ধানের শীষ প্রতিকের প্রার্থী মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। 

কোটচাঁদপুর উপজেলা বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদ সাজেদুর রহমান পাপ্পু, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক লিয়াকত আলী ও পৌর বিএনপির সাধারন সম্পাদ আবুল কাশেম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি সালাহ উদ্দীন বুলবুল সিডল।

ঝিনাইদহ-৩ আসনের বিএনপি মনোনিত ধানের শীষ প্রতিকের প্রার্থী মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি বলেন, আমার বাবা এ আসন থেকে চার চার বার নির্বাচিত সংসদ সদস্য। আমি আমার বাবার দেখানো পথে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। আমার বাবা যেমন করে রাস্তা, ব্রীজ, শিক্ষা ও স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করেছিলেন, আমিও একইভাবে আপনাদের পাশে থেকে উন্নয়ন করতে চাই। 

আপনার জেলার সংবাদ পড়তে