চিতলমারীতে তারুণ্যের উৎসব ও উদ্যোক্তা মেলা

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫, ০৫:০৬ পিএম
চিতলমারীতে তারুণ্যের উৎসব ও উদ্যোক্তা মেলা

“এসো দেশ বদলাই, পৃথীবি বদলাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন এই মেলার শুভ উদ্বোধন করেন।  মেলার সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজ লিটন। এ সময় উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, স্থানীয় সুধী, নারী উদ্যোক্তা, মিডিয়াকর্মী ও সাধারনদর্শক উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে