বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ জন্মদিনে গাজীপুরের কালিয়াকৈরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। বৃহস্পতিবার বিকেলে কালিয়াকৈর উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেয়র মজিবুর রহমান,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী রিয়াজ উদ্দিন, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি সামছুল আলম সরকার,পৌর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, পৌর যুব দলের সদস্য সচিব আমজাদ হোসেন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে তারেক রহমানের সফলতা ও দেশের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।