সিলেটের বেসরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) সিলেট জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত দুই দিনব্যাপী রিসার্চ মেথডলজি অ্যান্ড রিপোর্ট রাইটিং কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার কলেজের এক্সাম হলরুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন কলেজ হাসপাতালের পরিচালক ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. তারেক আজাদ। প্রধান অতিথি ছিলেন এনডিএফ সিলেট জেলা শাখার সভাপতি প্রফেসর ডা. ফজলুর রহীম কায়সার।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর একেএম দাউদ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান ও এনডিএফ সিওমেক শাখার সভাপতি ডা. খালেদ মাহমুদ, মেডিকেল এডুকেশন ইউনিটের চেয়ারম্যান প্রফেসর সায়েক আজীজ চৌধুরী।
বক্তারা চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এমন কর্মশালার গুরুত্ব তুলে ধরে প্রশংসা করেন। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান রোগীসেবা ও গবেষণায় প্রয়োগ করতে পারলেই কর্মশালার উদ্দেশ্য সফল হবে বলে মন্তব্য করেন তারা।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে দোয়া ও কোরআন তেলাওয়াত করেন ডা. মাহবুবে এলাহী। স্বাগত বক্তব্য রাখেন এনডিএফের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. জাহিদ হোসাইন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন এনডিএফ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ ফজলুল হক সোহেল।
দুই দিনব্যাপী কর্মশালার সায়েন্টিফিক পার্টনার ছিল এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রোডাক্ট ম্যানেজার ঋষভ দাস ও সিনিয়র এরিয়া ম্যানেজার লক্ষণ চন্দ্র রায়।
কর্মশালায় সিলেটের বিভিন্ন স্তরের প্রায় দেড় শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রি বিভাগের প্রফেসর ডা. মো. মোজাম্মেল হক। তিনি বলেন, চিকিৎসা গবেষণায় পরিসংখ্যানভিত্তিক উপাত্ত সংগ্রহ, জরিপ, সাক্ষাৎকার, পরীক্ষা-নিরীক্ষা ও ডেটা বিশ্লেষণের গুরুত্ব অনেক। এসব দক্ষতা ভবিষ্যৎ গবেষণা, জনস্বাস্থ্য পরিকল্পনা ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমাপনী অনুষ্ঠানে অতিথিরা অংশগ্রহণকারী চিকিৎসকদের মাঝে সনদ প্রদান করেন। এছাড়া এনডিএফ, সিলেটের পক্ষ থেকে প্রফেসর ডা. মো. মোজাম্মেল হককে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।