দেলদুয়ারে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

এফএনএস (মোঃ অপু তালূকদার শিপলু; দেলদুয়ার, টাঙ্গাইল) : | প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫, ০৬:৩৩ পিএম
দেলদুয়ারে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

টাঙ্গাইলের দেলদুয়ারে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ  প্রকল্প স্থানীয় সরকার বিভাগ  দেলদুয়ার  উপজেলা  প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক  প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে আটিয়া এবং পাথরাইল ইউনিয়নের  ইউপি সদস্যদের  নিয়ে। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করন গ্রাম আদালত  বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী। আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোহায়মিনুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ মো. সোহেব খান, উপজেলা সমন্বয়কারী (গ্রাম আদালত প্রকল্প) শাহানাজ আক্তার প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে