চৌগাছায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

এফএনএস (এম. কে সিদ্দীক; চৌগাছা, যশোর) : | প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫, ০৬:৩৪ পিএম
চৌগাছায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

যশোরের চৌগাছায় সাধন কুমার মজুমদার (৫৫) নামে এক শিক্ষক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি উপজেলার সিংহঝুলি ইউনিয়নের গরীবপুর গ্রামের মৃত ওপেন্দ্রনাথ মজুমদারের ছেলে এবং বালিয়া গৌরসুটি মাধ্যমিক  বিদ্যালয়ের সহকারী শিক্ষক। প্রত্যক্ষদর্শীরা জানান বুধবার  বেলা দুইটার  দিকে স্কুল থেকে ভ্যান যোগে  বাড়ি ফিরছিলেন সাধন কুমার। তিনি চৌগাছা ঝিকরগাছা  সড়কের পলুয়া গ্রামের বাদল মন্ডলের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি চালবোঝাই ট্রাক ভ্যানটিকে  ধাক্কা দেয়।  এতে ঘটনাস্থলেই সাধন কুমার নিহত হন। চৌগাছা থানার পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।  ট্রাকের চালক পালিয়ে গেছেন। চৌগাছা  থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে। পারিবারিক সুত্রে জানাযায় সাধন কুমারের সমর কুমার ও অমল কুমার নামে দুটি  ছেলে রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে