কালিগঞ্জে আটদলীয় ফুটবল টুর্নামেন্টে পিডিকে মিতালী সংঘের জয়

এফএনএস (নিয়াজ কওছার তুহিন; কালিগঞ্জ, সাতক্ষীরা): | প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫, ০৮:১৬ পিএম
কালিগঞ্জে আটদলীয় ফুটবল টুর্নামেন্টে পিডিকে মিতালী সংঘের জয়

সাতক্ষীরার কালিগঞ্জে ঐতিহ্যবাহী ডিএমসি ক্লাবের আয়োজনে লক্ষ টাকার আটদলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা বৃহস্পতিবার (২০ নভেম্বর) ডিএমসি ক্লাব ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪ টায় মথুরেশপুর ইউপি চেয়ারম্যান ও ডিএম সি ক্লাবের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। 

ডিএমসি ক্লাবের সদস্য আলমগীর কবিরের সঞ্চালনায় টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিব, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।

উদ্বোধনী খেলায় কালিগঞ্জের পিডিকে মিতালী সংঘ ২-০ গোলের ব্যবধানে শ্যামনগরের নওয়াবেঁকী শামীমা ক্লিনিক ফুটবল একাদশকে পরাজিত করে। পিডিকে মিতালী সংঘের পক্ষে দু’টি গোল করে ম্যাচসেরা পুরস্কার জিতেছে ৭নং খেলোয়াড় আব্দুল্লাহ। প্রচুর সংখ্যক ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে খেলাটি পরিচালনা করেন মুর্শিদ এলাহী বাবু এবং সহকারী হিসেবে ছিলেন আতাউর রহমান, রুবেল ও সোহাগ। খেলার ধারাবর্ণনায় ছিলেন এম আর মোস্তাক।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় সাতক্ষীরার কুখরালি স্কাই স্পোর্টস ও কালিগঞ্জের নলতা শরীফ ফুটবল একাডেমি মুখোমুখি হবে বলে জানিয়েছেন ডিএমসি ক্লাবের সভাপতি সাংবাদিক বাবলা আহমেদ। 

আপনার জেলার সংবাদ পড়তে