কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দৌলতপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন।বৃহস্পতিবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম, দৌলতপুর সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃলামইয়ানুল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান শেখ,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হোসেন আহমেদ স্বপন,সাংবাদিক মোঃ আব্দুল আলীম সাচ্চু,সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম( শাহীন), নয়া দিগন্তের প্রতিনিধি আহাদ আলী নয়ন,সমকাল প্রতিনিধি আহমেদ রাজু, দেশতথ্য প্রতিনিধি মোঃ হেলাল উদ্দিন,খবরওয়ালা প্রতিনিধি মোঃ সবুর মোল্লা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় নবাগত জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন দৌলতপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও আসন্ন নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। উক্ত মত বিনিময় সভায় দৌলতপুরের দুর্নীতিবাজ সাব-রেজিস্ট্রার
বোরহানউদ্দিনের অপসরণ, ফৌজদারি কোর্ট জেলা থেকে দৌলতপুরে স্থানান্তর এবং পুলিশের জনবল বৃদ্ধি সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা উল্লেখ করা হয়।