জামালপুরের মেলান্দহে প্রখ্যাত ছড়াকার-সাংবাদিক আশরাফুল মান্নানের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ২০ নভেম্বর বিকেল ৪টার দিকে ফুলকোচা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও ফাতেহা পাঠের আয়োজন করেছে এলাকাবাসি। ফুলকোচা হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আলহাজ গিয়াস উদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন। তিনি ১৩ নভেম্বর রাত ৯টার দিকে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি বেতার-বিটিভির গীতিকার, মাসিক অগ্রদূত ও প্রতিরোধের সম্পাদক ছিলেন।
সভায় কবির স্মরণে স্মৃতিকথা এবং জীবন-কর্মের উপর বক্তব্য রাখেন-কবির মেয়ে ছন্দা, কবির সহপাঠি মুক্তিযোদ্ধা আবুল হোসেন, হাজরাবাড়ি সিরাজুল হক ডিগ্রি কলেজের অধ্যাপক রেজাউল করিম আনন্দ, ফুলকোচা হাই স্কুলের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন তালুকদার, সাবেক প্রধান শিক্ষক সোলায়মান হোসেন, ফুলকোচা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছামিউল হক, চরবানিপাকুরিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান এড. খায়রুল ইসলাম, কবি শেখ ফজল, কবি আবুল মনসুর, জেলা প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট শাহ জামাল, সাংস্কৃতিক কর্মী ফারুক আহাম্মেদ, ডা. জহুরুল ইসলাম, বিএনপি নেতা মামুন, আমিনুল ইসলাম মাস্টার, এনামুল হক কাজল প্রমুখ। অনুষ্ঠান শেষে কবির বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন-মাও. গোলাম মোস্তফা।