হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠেছে কুষ্টিয়ার ভেড়ামারা। ২০ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পের সময় দুলতে থাকে পুরো ভেড়ামারা। দোতলা থেকে উপরের বিল্ডিং বাড়িতে যারা অবস্থান করছিলেন, তারা চোখে অন্ধকার দেখছিলেন। মনে করেছিলেন, পৃথিবী বুঝি উলট পালট হয়ে গেলো। আজকেই বুঝি শেষ দিন। সকাল ১০টা ৪০ মিনিট এর সময় ভেড়ামারায় ভূমিকম্প অনুভুত হয় বলে জানা গেছে।
ভেড়ামারার একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেছেন, হঠাৎ করেই ভূমিকম্প হয়ে গেলো। প্রায় ৭/৮ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘরের আসবাবপত্র, খাট, ফ্যান, চেয়ার, টেবিল সব কিছুই দুলতে থাকে। যারা দাঁড়িয়ে ছিলেন, তারাও দোলানীতে মাটিতে পড়ে যান। ধারনা করা যায়, ৫ দশমিক ৭ মাত্রায় এই ভূমিকম্প অনুভুত হয়।
ভেড়ামারার সানসাইন স্কুল’র কোমলমতি শিশু শিক্ষার্থী তামজিদ আহমেদ সাদিক জানিয়েছেন, সে প্রাইভেট পড়ে ছোট বাই সাইকেল নিয়ে বাড়িতে ফিরছিলেন। এমন সময় ভূমিকম্পে মাটি কেঁপে উঠে। সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে সেও কাঁপতে থাকে। হঠাৎ এমন অবস্থায় সে হতচকিৎ হয়ে পড়ে।