কুষ্টিয়া-২

জামায়াতের বিশাল নির্বাচনী শো-ডাউন

এফএনএস (শাহ্ জামাল; ভেড়ামারা, কুষ্টিয়া) : | প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৫, ০৫:১৬ পিএম
জামায়াতের বিশাল নির্বাচনী শো-ডাউন

কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনে বিশাল নির্বাচনী শো-ডাউন করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার সকাল ৯টায় ভেড়ামারার বাহিরচর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ফুটবল মাঠ থেকে প্রায় ৪ সহস্রাধিক মোটরসাইকেল নিযে বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ভেড়ামারার ক্লিকমোড়, কোচষ্টান্ড হয়ে শহরে প্রবেশ করে। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন, জামায়াত মনোনীত, কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের সংসদ সদস্য প্রার্থী, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর মজলুম জননেতা আলহাজ্ব আব্দুল গফুর। পরে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সাতবাড়িয়া, ধরমপুর, পরানখালী. কুচিয়ামোড়া. বাহাদুরপুর, গোলাপনগর, লালনশাহ্ ব্রীজ, ১২ মাইল, বহালবাড়ীয়া, মিরপুর, আমলা হয়ে পুরো ভেড়ামারা এবং মিরপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বাংলাদেশের লাল সবুজের পতাকা কে গুরুত্ব দিয়ে দাঁড়িপাল্লা খচিত ব্যানার আর লাল সবুজের একই রকমের গেঞ্জি পরে শোভাযাত্রায় অংশনেয় জামায়াতের নেতাকর্মীরা। এসময় তাদের বিপ্লবী শ্লোগান আল্লাহু আকবার ধ্বনীতে ভেড়ামারার আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠে। শোভাযাত্রায় কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম, প্রশিক্ষন সম্পাদক ড. নুরুল আমীন জসিম, ভেড়ামারা উপজেলা জামায়াতের আমীর জালাল উদ্দীন, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, পৌর জামায়াতের আমীর হাবিবুর রহমান, তারিক আহমেদ, তারেক হোসেন, জামায়াত মনোনীত পৌর মেয়র প্রার্থী মোলায়েম হোসেন, হাফেজ মাওলানা শহীদুল ইসলাম সহ বিভিন্ন পর্য্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

জামায়াত নেতৃবৃন্দ সহ স্থানীয়রা মনে করেন, ভেড়ামারার ইতিহাসে এটাই জামায়াতে ইসলামীর সবচেয়ে বড় নির্বাচনী শো-ডাউন। এই শোডাউনে মানুষের ব্যাপক গনজোয়ার সৃষ্টি হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে