নড়াইলের লোহাগড়ায় সশস্ত্রবাহিনী দিবস পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় লোহাগড়া কমিউনিটি সেন্টারে দিবসটি পালন উপলক্ষে আলোচনাসভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
জানা যায়, অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার তত্বাবধানে ২১নভেম্বর সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে প্রীতিভোজ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সার্জেন্ট (অবঃ) মোঃ ফরিদুজ্জামান। পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নওশের আলী(অবঃ সিঃঅঃঅঃ)।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল-২আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর(অবঃ) আলহাজ্ব কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স। অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন সার্জেন্ট(অবঃ)মোঃ ইবাদত হোসেন, সহসভাপতি মোঃ মাহাবুবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান।