সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার উদ্যোগে শনিবার (২২ নভেম্বর) জেলা কমিটির সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতির জেলা সভাপতি মো. আমানুল্লাহর সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ মো. নজিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমিতির জেলা সম্পাদক মো. আব্দুল মালেক গাজী। তিনি শিক্ষক সমাজের নিত্যনতুন চ্যালেঞ্জ, সরকারি নীতিমালা বাস্তবায়ন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের আর্থ-সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা তুলে ধরেন।
সদর উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক মো. আব্দুল্লাহসহ অংশগ্রহণকারী বিভিন্ন উপজেলার সভাপতি ও সম্পাদকরা বলেন, বিদ্যালয় পর্যায়ে শিক্ষক সংকট, ডিজিটাল কনটেন্ট-নির্ভর পাঠদানে সক্ষমতা বৃদ্ধি, শিক্ষার্থীদের শেখার ঘাটতি পূরণে বিশেষ ক্লাস চালু, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষকদের পদোন্নতি ও মর্যাদা বৃদ্ধির বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ প্রয়োজন। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন নতুন জেলা কমিটি গঠনের লক্ষ্যে গঠিত কমিশনার- কৃঞ্চানন্দ মুখার্জি ও মো. এনামুল হক।
তারা স্বচ্ছ, গতিশীল ও কার্যকর নেতৃত্ব গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন। কমিশনাররা বলেন, জেলার শিক্ষাঙ্গনকে এগিয়ে নিতে যোগ্য, কর্মঠ ও দায়িত্বশীল নেতৃত্ব নির্বাচনের বিকল্প নেই।
সভায় বর্তমান শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রম-পরিবর্তনের প্রভাব, শিক্ষক প্রশিক্ষণের ঘাটতি, সহশিক্ষা কার্যক্রমের বিস্তৃতি এবং বিদ্যালয়ভিত্তিক মূল্যায়ন সঠিকভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি-দাওয়া, মাঠপর্যায়ে নীতিমালা বাস্তবায়নে জটিলতা ও সম্ভাব্য সমাধান নিয়েও মতবিনিময় করা হয়।
অংশগ্রহণকারীরা বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ এবং আধুনিক শিক্ষণ উপকরণ সরবরাহ নিশ্চিত করতে হবে। শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি ও স্বার্থ রক্ষায় সমিতির কার্যক্রম জোরদারের কথাও সভায় উঠে আসে।
সভা শেষে জেলা কমিটির সদস্যরা নতুন কমিটি গঠনে কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।