ময়মনসিংহের গফরগাঁওয়ে তিন স্থানে আগামীর বাংলাদেশ বিনির্মাণ ও রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা মাঠপর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ও রাতে উপজেলার পশ্চিম গফরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, বলাইবাড়ি সংলগ্ন মাঠ ও লংগাইর ইউসুফ মার্কেট এলাকায় এসব উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ তিনটি স্থানে বৈঠকে শত শত নারী-পূরুষসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ -১০ গফরগাঁও আসনের মনোনয়ন প্রত্যাশী, জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও বর্তমানে সদস্য এবং পাগলা থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক আহবায়ক ডাঃ মোফাখখারুল ইসলাম রানা। বিশেষ অতিথি ছিলেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আবদুল হামিদ শেখ।
গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী শেখ মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা আবুল ফারুক, আবুল কালাম, আলমগীর কবির সাত্তার, আজহারুল হক, জেলা যুবদলের যুগ্ন সম্পাদক আঃ আজিজ সাদেক, উপজেলা ছাত্রদলের আহবায়ক মুক্তার হোসেন, পাগলা থানা ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রকিব মন্ডল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোফাখখারুল ইসলাম রানা বলেন, দেশ এখন এক সংকটময় সময় পার করছে। জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের শাসন পুনরুদ্ধারে বিএনপি মাঠে আছে। জনগণের ভোটের অধিকারই দেশের প্রকৃত শক্তি- সেই শক্তি ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, মাদক, জুয়া, সন্ত্রাস ও চাঁদাবাজদের ঠাঁই গফরগাঁওয়ে মাটিতে হবে। তারা যত বড়ই হোক। এদেরকে প্রতিরোধ করতে হবে।