নাসিরনগরে বিনামুল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৫, ০২:৩৫ পিএম
নাসিরনগরে বিনামুল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে  বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে সৈয়দ শাহ্ আব্দুল্লাহ কল‍্যাণ ট্রাস্ট ও সঞ্চারী মানব কল‍্যাণ সংস্থার আয়োজনে ও দৃষ্টি উন্নয়ন সংস্থার (ডাস) সহযোগিতায় এবং ডাচ্ বাংলা ব‍্যাংক পিএলসির আর্থিক সহযোগিতায় গোকর্ণ ইউনিয়নের চৈয়ারকুড়ি গাউছিয়া আজিজিয়া আবদুল্লাহ আলিয়া মাদ্রাসা  প্রাঙ্গণে দিনব্যাপী  গ্রামীণ জনপদের অসচ্ছল মানুষদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। চক্ষু শিবিরের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র  ধানের শীষ প্রতীকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী  ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান । উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে  এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও নাসিরপুর সাহেব বাড়ীর গদিনীশিন পীর আলহাজ সৈয়দ আবুল মুজাররাদ  আশিক বিল্লাহের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দি একমি ল‍্যাবরেটরিজের নির্বাহী পরিচালক ও সঞ্চারী মানব কল‍্যাণ সংস্থার সভাপতি ড.সৈয়দ এ এম মুস্তাফিজ বিল্লাল।

মিসির আলী মাষ্টারের সঞ্চালনায়  বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ বিন্দাবন সরকারি কলেজের সাবেক  অধ‍্যক্ষ সৈয়দ মোহাম্মদ ছগির,ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ শাফিন, গোকর্ণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  ফারুক আহমেদ,বিএনপির নেতা আতিকুর রহমান খসরু,সাবেক ছাত্র নেতা জালাল আহমেদ,উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী সোহাগ,সৈয়দ আবু ইসমাম।

সাবেক ছাত্র নেতা মোহাম্মদ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে  ও হবিগঞ্জ ডা:  সাহিদ চক্ষু হাসপাতালের ডিবিবিএল প্রজেক্ট ইনর্চাজ মোহাম্মদ নাহিদ হাসান চৌধুরীর নেতৃত্বে  ৪ সদস্যের  একটি চক্ষু বিশেষজ্ঞের টিম দিনব্যাপী প্রায় ৭শতাধিক নারী-পুরুষ রোগীর চোখের বিভিন্ন ধরনের ছানি,অপারেশন,পরীক্ষা ও চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন।

চক্ষু ক্যাম্পে আগত রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ,চশমা বিতরণ করা হয়। এরমধ্যে ১৩০ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। এসময় এলাকার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে