মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির বিশাল জনসভা শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মালখানগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মালখানগর গ্রামের ষোলআনি মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জামান টিটুর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো. খোরশেদ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদল সভাপতি ইয়াসিন সুমন।
আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক আতাউর রহমান, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিম আল রাজি, মালখানগর ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ প্রমুখ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি চেয়ার পারসন দেশনেত্রী খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমান আমাকে মনোনীত করেছেন। তাই এই ধানের শীষ আপনাদের হাতে তুলে দিলাম। আগামী নির্বাচনে উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে এ মালখানগর ইউনিয়ন সর্বোচ্চ ভোট দিবে বলে আশা করি। কোন দিন কোন অপকর্ম করি নাই, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। বিগত দিনে মুন্সীগঞ্জ-১ আসন সিরাজদিখান- শ্রীনগরের তেমন কোন উন্নয়ন হয়নি। ইনশাআল্লাহ এ আসনের মানুষের জন্য উন্নয়নে আমার যা করনীয় করবো। দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারে নি, বিশেষ করে ১৮ থেকে ৩০ বছর বয়সী মানুষ। সকলে ভোট কেন্দ্রে যাবেন নিজের ভোট নিজে দিবেন।
কোন চাঁদাবাজি ও মাদক চলবে না, এখন থেকেই প্রতিকার চলবে, সে যেই হোক কোন ছাড় নয়। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, ভালোবাসা দিয়ে চেস্টা করবেন। না হলে প্রশাসনের কাছে তুলে দিবেন। তারেক জিয়ার ৩১ দফা সকলকে জানার পরামর্শ দেন তিনি।