নিরাপদ মাছ উৎপাদনে মৎস্যচাষীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, নিরাপদ ফিড ও ওষুধ ব্যবহারের মাধ্যমে মানসম্মত মাছ উৎপাদন নিশ্চিত করতে হবে। পাশাপাশি জমির ক্ষতি না করে পতিত জমিতে পুকুর খননের মাধ্যমে মাছ উৎপাদনে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি। শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত আন্তর্জাতিক মৎস্য সম্মেলন ও প্রদর্শনী’তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফিশারিজ বিভাগ ও বাণিজ্যিক মৎস্যচাষী সমবায় সমিতি যৌথভাবে দিনব্যাপী এ আয়োজন করে। ফরিদা আখতার জানান, দেশের মোট মাছের চাহিদার প্রায় ৪০ শতাংশ পূরণ হয় রাজশাহীতে উৎপাদিত মাছ থেকে। বিশেষ করে কার্পজাতীয় মাছ দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাঙালিদের কাছেও ব্যাপক চাহিদা রয়েছে। এ কারণে কার্পজাতীয় মাছ বিদেশে রপ্তানির উদ্যোগ নিচ্ছে সরকার। তিনি আরও বলেন, খাল-বিল, নদী-নালা, হাওর-বাওরে প্রাকৃতিকভাবে মাছ উৎপাদন যেন ব্যাহত না হয়, সেদিকেও নজর দিতে হবে। প্রাকৃতিক উৎপাদনের পাশাপাশি কৃত্রিমভাবে মাছ চাষ সম্প্রসারণের আহ্বান জানান তিনি। টেকসই মৎস্য উৎপাদন ও রপ্তানিতে অংশীজনদের মধ্যে শক্তিশালী সংযোগ স্থাপনই এ অনুষ্ঠানের প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করেন উপদেষ্টা। সম্মেলনের সভাপতি ছিলেন ফিশারিজ অনুষদের ডিন ও আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান মণ্ডল। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকিব।