দিনাজপুরে বাসচাপায় অটোরিকশার চার যাত্রীর মৃত্যু, একই পরিবারের তিনজন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৫, ০৪:২৪ পিএম
দিনাজপুরে বাসচাপায় অটোরিকশার চার যাত্রীর মৃত্যু, একই পরিবারের তিনজন

দিনাজপুর সদরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর–দশমাইল মহাসড়কের নসিপুর গম গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

ঘটনাস্থলটি দিনাজপুর শহর থেকে ঠাকুরগাঁওগামী মহাসড়কের ব্যস্ত অংশ। বিভিন্ন সূত্র জানায়, অটোরিকশাটি দিনাজপুর সদর দিক থেকে কান্তনগর মেলার উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথেই বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

প্রাথমিকভাবে যাদের পরিচয় জানা গেছে, তারা একই পরিবারের সদস্য। নিহতরা হলেন মর্জিনা বেগম, সারজিনা বেগম এবং তার মেয়ে সাদিয়া বেগম। আরও এক শিশুর পরিচয় এখনো নিশ্চিত হয়নি। আহতদের মধ্যে কয়েকজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্তত দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আহত মকবুল ইসলাম জানিয়েছেন, পরিবারের নয়জন সদস্য মিলে অটোরিকশায় মেলা দেখতে যাচ্ছিলেন। বাসটি দ্রুতগতিতে এসে ধাক্কা দিলে এক শিশুসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। তার নাতির অবস্থা গুরুতর এবং শিশুটিকে শিশু বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে। কোতোয়ালী থানার তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, “হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা গেছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে, প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

এদিকে কতোয়ালী থানার ওসি নুরুজ্জামান জানিয়েছেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আহতদের চিকিৎসায় সহায়তা করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে