নড়াইল-২ আসনে

মনোনয়নপত্র কিনেছেন এনসিপির সামিরা খানম, করছেন গণসংযোগ

এফএনএস (ফরহাদ ফেরদৌস; নড়াইল) : | প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৫, ০৪:২৪ পিএম
মনোনয়নপত্র কিনেছেন এনসিপির সামিরা খানম, করছেন গণসংযোগ

নড়াইল-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চূড়ান্ত মনোনয়নের ব্যাপারে আশাবাদী জুলাইযোদ্ধা কলেজ শিক্ষক সামিরা খানম। এ লক্ষ্যে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে এনসিপির দলীয় মনোনয়নপত্র কিনেছেন সামিরা খানম।  

শনিবার (২২ নভেম্বর) নড়াইল সদরের বল্লারটপ বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এর আগে গত কয়েকদিনে বিভিন্ন গ্রাম-গঞ্জে গণসংযোগ করেছেন সামিরা।

এনসিপির মনোনয়ন প্রত্যাশী সামিরা খানম বলেন, নড়াইল-২ আসনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছি। এই আসনে দলীয় চূড়ান্ত মনোনয়নের ব্যাপারে আশাবাদী আমি। নারীদের জনকল্যাণে কাজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে চাই। এ লক্ষ্যে মাঠে আছি।

এ সময় উপস্থিত ছিলেন-এনসিপির নড়াইল জেলা যুগ্ম সমন্বয়কারী শরিফুল ইসলাম, জুলাইযোদ্ধা শফিকুল ইসলামসহ অনেকে।  

আপনার জেলার সংবাদ পড়তে