কক্সবাজারের রামুতে এতিমখানার ওয়াশ ব্লকের জন্য এক লাখ দশ হাজার টাকা অনুদান প্রদান করেছে এলাকার বৃহৎ স্বেচ্ছাসেবী সংস্থা সূর্যের হাসি ফাউন্ডেশন। ২১ নভেম্বর আজ শুক্রবার পবিত্র জুমার নামাজের পর রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে অবস্থিত চাইল্যাতলী মাদ্রাসা সংলগ্ন ছাত্রদের এতিমখানায় এ অনুদানের চেক হস্তান্তর করা হয়।
সূর্যের হাসি ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরুল হক বুলবুলের আন্তরিক প্রচেষ্টায় দাতা সংস্থা সিটিএ এর অর্থায়নে প্রকল্পের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান নির্বাহী তাসনিম মাহবুবের নেতৃত্বে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারী আব্দুল্লাহ্ আল মামুন, উপদেষ্টা দেলোয়ার হোসাইন, উপদেষ্টা সৈয়দ মনসুর হেজাজী, উপদেষ্টা হারুন অর রশিদ মামুন, ফাউন্ডেশনের প্রতিনিধি মো: রফিকুল ইসলাম আজাদ, মনিরুজ্জামান, সিরাজুল ইসলাম, ছলিম উল্লাহ্, দেলোয়ার হোসাইন, আজিম উদ্দিন সহ অন্যান্যরা।
এতিমখানার পক্ষে প্রতিষ্ঠানের মুহতামিম মাওলানা হাফেজ নিয়ামত উল্লাহ্ চেক গ্রহণ করেন এবং সূর্যের হাসি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।