সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এজেডএম রেজওয়ানুল হক বলেছেন, রাতের আধারে দিনের ভোট আর নয়। আমরা বিশ্বাস করি বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি কাংখিত লক্ষে পৌঁছাবে ইনশাআল্লাহ। তিনি সবাইকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।
শুক্রবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল আঞ্চলিক মহাসড়কের পাশে অনুষ্ঠিত যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সভার আয়োজন করে উপজেলার রামপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
৩ নম্বর রামপুর ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ড সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও রামপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আতাউর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সালেহ আহমেদ মঞ্জু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মনজুরুল আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন, রামপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. হারুন, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি আনিছুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিনুর জামান হাসু।