জাকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে বিগত সময়ের সফলতার সুত্র ধরেই রংপুর জেলার ৮ টি দল নিয়ে আরপিএল সিজন-৩ ক্রিকেট টি টুয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে রংপুর স্টেডিয়ামে আয়োজিত টুর্নামেন্ট উদ্বোধন করেন মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ, মহানগর বিএনপির আহবায়ক কাওসার জামান বাবলা, মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিকুর ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, ইচ্ছে সোসাইটির প্রতিষ্ঠাতা তানভীর আহম্মেদ তুষার সহ অন্যান্য অতিথিবৃন্দ।
আরপিএল সিজন-৩ ক্রিকেট টি টুয়েন্টি টুর্নামেন্টে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৮ টি টিম অংশ গ্রহন করে। উদ্বোধনী খেলায় ভিন্নজগত এমোজার্স ও তাকওয়া ফ্যাশন অংশগ্রহণ করে।
যুবদলেল সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন বলেন, তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রেখে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতেই বিগত সময়ের সফলতার হাত ধরেই এবারো আয়োজন করা হয়েছে আরপিএল সিজন-৩ ক্রিকেট টি টুয়েন্টি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে রংপুর জেলার ৮ টি দল অংশ নিচ্ছে।
রংপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ বলেন স্কুল কলেজের শিক্ষার্থীরা খেলায় যত মনোযোগ দিবে ততই মঙ্গল। খেলাধুলা শারিরিক গঠন ও সুস্থ্যতার পাশাপাশি মননশীলতা তৈরী করে। পড়ালেখায় আরো বেশি মনোযোগি করে তোলে। তাই মাঠে বেশি বেশি করে খেলার আয়োজন হউক সেই লক্ষ নিয়েই আমরা সবাইমিলে কাজ করছি। এসময় তিনি আরপিএল সিজন-৩ ক্রিকেট টি টুয়েন্টি টুর্নামেন্টের সফলতাও কামনা করেন।